জেলা ব্রেকিং নিউজ

আন্তর্জাতিক পাচার চক্রের হদিশ, বড়সড় সাফল্য গোপালনগর থানার

আন্তর্জাতিক পাচার চক্রের হদিশ করল পুলিশ। ৭২ টি মোবাইল ও ৫৭১০ বাংলাদেশি টাকা সহ দুজনকে গ্রেফতার করলো গোপালনগর থানার পুলিশ।

পাচারের আগেই ৭২ টি মোবাইল ফোন এবং ৫৭১০ বাংলাদেশি টাকা সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল উত্তর ২৪ পরগনা গোপালনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় গোপালনগর থানা এলাকার ১৬ নং রেলগেট থেকে ইমরান মন্ডল এবং আনোয়ার হোসেন নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, মোবাইল ব্যবসায়ী ইমরান আনোয়ার হোসেন মারফত চুরি যাওয়া মোবাইল গুলোকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। সেই সময় গোপালনগর থানার পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

আনোয়ার হোসেন বাংলাদেশের যশোরের বাসিন্দা। সে ব্যবসায়িক ভিসা নিয়ে ১০ দিন আগে ভারতে প্রবেশ করেছিল। গোপাল নগরের বাসিন্দা ইমরান তার মারফত এই মোবাইল ফোন গুলোকে পাচারের চেষ্টা করছিল। এ বিষয়ে বনগাঁ পুলিশ জেলার এসপি জয়িতা বোস বলেন, “গতকাল সন্ধ্যায় গোপালনগর থানার পুলিশ গোপালনগর থানা এলাকা থেকে ইমরান মন্ডল এবং আনোয়ার হোসেন নামে দুই মোবাইল পাচারকারীকে গ্রেফতার করে। অভিযুক্তদের পুলিশি হেফাজত চেয়ে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে।”