করোনা মোকাবিলায় নিজেদের সক্রিয়তা আরও বাড়িয়েছে গুগল। ঠিক তথ্য পৌঁছে দিতে করেছে একাধিক পদক্ষেপ। যা কাজে লাগছে সকলের। করোনা নিয়ে নানারকম বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পড়ছে। তা রুখতে মাঠে নেমে পড়েছে গুগল। সংস্থা সূত্রে খবর, রোগের বিষয়ে এবং স্বাস্থ্য নিয়ে পরামর্শের জন্য গুগলের সার্চ, ম্যাপ, গুগ্ল পে–র কোভিড–১৯ স্পট এবং ইউটিউবে যে তথ্য দেওয়া হচ্ছে তা নেওয়া হচ্ছে স্বাস্থ্য মন্ত্রকের কাছ থেকে।
করোনা নিয়ে জানতে চেয়ে অনেকে গুগলে অনুসন্ধান করছেন। সেখানে স্বাস্থ্য মন্ত্রকের বিভিন্ন লিঙ্ক এবং নানা তথ্য–সহ বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ খবরগুলিও পাওয়া যাচ্ছে। যথা—রোগের উপসর্গ, প্রতিরোধের উপায়, চিকিৎসা এবং অন্যান্য জরুরি তথ্য।
ইউটিউবের হোমপেজ ও সার্চে স্বাস্থ্য মন্ত্রক এবং হু–এর ওয়েবসাইটে দেওয়া নানা তথ্যের সংখ্যা বাড়ানো হচ্ছে। নামী সংবাদমাধ্যমগুলি করোনা ভাইরাস নিয়ে সাম্প্রতিক যে খবরাখবর করেছে সেগুলি ইউটিউবও তাদের হোমপেজে রাখছে। যে সমস্ত ভিডিও করোনা চিকিৎসা সংক্রান্ত অবৈজ্ঞানিক তথ্য প্রচার করছে, সেই ভিডিওগুলি সাইট থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আপাতত এটি ইংরেজি, হিন্দি এবং মারাঠি ভাষায় চালু থাকলেও আগামী দিনে দেশের অন্যান্য ভাষাতেও চালু হবে।
রোগ প্রতিরোধ ছাড়াও গুগ্ল ম্যাপ, সার্চ এবং গুগ্ল অ্যাসিস্ট্যান্টে জানা যাচ্ছে সরকার দেশের কোথায় কোথায় খাবার এবং রাতের জন্য আশ্রয়ের ব্যবস্থা করেছে। এই মুহূর্তে দেশের ৩৩টি শহরে ১,৫০০টি এই ধরনের কেন্দ্রের সন্ধান পাওয়া যাচ্ছে গুগলে। গুগ্ল পে–তে চালু হয়েছে ‘নিয়ারবাই স্পট’। যাতে জানা যাচ্ছে কাছাকাছি কোথায় মুদিখানা এবং অন্যান্য সামগ্রী পাওয়া যাবে।