আন্তর্জাতিক বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বজুড়ে ব্যাহত গুগল পরিষেবা

বিশ্বজুড়ে ব্যাহত হয়ে পড়ল গুগল–এর বেশ কিছু পরিষেবা। এদিন লক্ষাধিক গ্রাহক জিমেইল থেকে শুরু করে ইউটিউব, গুগল সার্চ, হ্যাংআউটস—এসব কোনও কিছুরই অ্যাকসেস করতে পারছেন না বলে অভিযোগ করেছেন। সোমবার বিকেল ৫টার পর ওই সমস্যা শুরু হয়। এই নিয়ে শোরগোল শুরু হয়ে যায় বিশ্বজুড়ে।
ডাউনডিটেকটরের পক্ষ থেকে নিশ্চিত করে জানানো হয়েছে, সোমবার এই সমস্যা দেখা দেয়। কর্পোরেট অফিস থেকে শুরু করে বিপুল পরিমাণে ছাত্র–ছাত্রীরা এবং আরও বিভিন্ন মাধ্যমের গুগল ইউজাররা প্রাইম টাইমে সার্ভিস ব্যাহত হওয়ায় বিপুল ক্ষোভ প্রকাশ করেছেন। এখনও পর্যন্ত গুগল–এর পক্ষ থেকে কোনও কিছু জানানো হয়নি।
সংবাদসংস্থা ইউএনআইয়ের খবর, ইউটিউব জানাচ্ছে, ইউটিউব ব্যবহারকারীরা সমস্যায় পড়ছেন জানি। এই নিয়ে আপনাদের আমরা শীঘ্রই বিস্তারিত খবর দেব। বিশ্বব্যাপী কমপক্ষে ৫৪% ইউজার বলছেন যে, তাঁরা ইউটিউব অ্যাকসেস করতে পারছে না। আবার ৪২% ইউজার বলছেন, তাঁরা ইউটিউব থেকে কোনও ভিডিও দেখতে পাচ্ছেন না। আর ৩% ইউটিউব ইউজার লগ ইন করতে পারছেন না বলে অভিযোগ করেছেন।
নেটিজেনদের দাবি, ওই সময়ে ইউটিউব খুললেই বলা হচ্ছিল, ‘‌সামথিং ওয়েন্ট রং’‌। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে যায়। তবে সন্ধ্যে ৬টার পর সবকিছু ঠিকঠাক হয়ে যায়। তবে গুগলের সার্ভারে সমস্যার কারণেই পরিষেবা ব্যাহত হয়। ইতিমধ্যেই তাঁদের কাছে ৯ হাজারের বেশি অভিযোগ জমা পড়েছে বলে খবর।