মিটিং, ক্লাস কিংবা কনফারেন্স করোনাকালে ভার্চুয়ালেই বেশি হচ্ছে এসব কাজ। এমন সময়েই অসংখ্য চমকপ্রদ ফিচার নিয়ে নতুন করে হাজির হয় গুগল মিট। এবার ভিডিও ব্যাকগ্রাউন্ড ফিচার এনেছে অ্যাপটি। গুগল মিট কর্তৃপক্ষ জানিয়েছে, ভার্চুয়াল আলাপ আরো সমৃদ্ধ করতে ভিডিও ব্যাকগ্রাউন্ড ফিচার আনা হয়েছে। ভিডিওতে কথা বলার সময় ব্যাবহারকারীরা চাইলে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন।
গুগল ২০২০ সালের অক্টোবরে কাস্টম ব্যাকগ্রাউন্ড যোগ করার সুযোগ দেয় তাদের ভিডিও কলে। এই প্রথমবার ব্যাকগ্রাউন্ড হিসেবে ভিডিও যোগ করার অপশন আনলো তারা। নিজের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে না পারলে গুগল মিট তিনটি অপশন দেবে- ক্লাসরুম, পার্টি, ফরেস্ট।
এই ফিচার নতুন কিছু নয়। এর আগে ২০২০ সালের মাঝামাঝিতে ভিডিও ব্যাকগ্রাউন্ড ফিচার আনে জুম। গুগল মিটের নতুন এই ফিচার জুমের আদলেই করা হয়েছে। ফিচারটি কয়েক সপ্তাহের মধ্যে আসবে গুগল মিটে।
গুগল আরও কয়েকটি ফিচার আনার চেষ্টা করছে। এর মধ্যে টাইটেল পিন কিংবা হাইড করার সুযোগ সংক্রান্ত একটি ফিচার আছে। কোম্পানিটি ডেটা সেভার নামের আরেকটি ফিচার নিয়েও কাজ চলছে বলে জানা গেছে।