আন্তর্জাতিক

গুগল ম্যাপে গিলগিট–বালতিস্তান ভারতের অংশ

একা রামে রক্ষে নেই শুগ্রীব তার দোসর। এই পরিস্থিতি এখন তৈরি হয়েছে ভারত–পাকিস্তানের মধ্যে। নেপথ্যে– গুগল। কারণ জম্মু–কাশ্মীর বিতর্কে জড়িয়ে পড়ল গুগল। আর তা নিয়েই এখন জোর খবর চাউর হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর পাক অধিকৃত কাশ্মীরের (পিওকে) অধীনে থাকা গিলগিট–বালতিস্তান এবং মুজাফফরাবাদের পূর্বাভাস দিতে শুরু করার পরেই, জম্মু–কাশ্মীর নিয়ে নতুন চিত্র তুলে ধরল গুগল ম্যাপ।
সূত্রের খবর, ভারতীয় আবহাওয়া দপ্তরের এই সিদ্ধান্তের পরেই জম্মু–কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা (এলওসি) এবং লাইন অফ অ্যাকচুাল কন্ট্রোলের (এলএসি) সীমারেখা মুছে ফেলতে দেখা গেল গুগল ইণ্ডিয়াকে। এই বিষয়ে সরকার বা গুগল কেউই এখনও কোনও বিবৃতি জারি করেনি। তবে গুগল ম্যাপে ভারতের বাইরে থেকেই এই পরিবর্তন সহজেই চোখে পড়ছে।
উল্লেখ্য, নিয়ন্ত্রণরেখা বা লাইন অব কন্ট্রোল শব্দটি জম্মু–কাশ্মীরের ভারত–পাকিস্তান নিয়ন্ত্রিত অংশগুলির মধ্যে সামরিক নিয়ন্ত্রণরেখা বোঝাতেই ব্যবহার করা হয়। সিমলা চুক্তির পরে নিয়ন্ত্রণরেখা হিসাবে পুনরায় ডিজাইন করা হয়। ভারতের অধীনে থাকা অংশটি এখন কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীর রাজ্য হিসাবে পরিচিত। আর পাক অধিকৃত কাশ্মীরের একটা বড় অংশ জুড়ে রয়েছে গিলগিট–বালতিস্তান। ১৯৬২ সালে চিন যুদ্ধের সময় থেকে চিনের অধিগ্রহনের পর থেকে আকসাই চিন থেকে জম্মু–কাশ্মীর আলাদা হয়। সেখানেই রয়েছে লাইন অফ অ্যাকচুাল কন্ট্রোল।
গিলগিট–বালতিস্তানের দখল নিয়ে উত্তেজনার পারদ রয়েছে ভারত–পাকিস্তানের মধ্যে। বর্তমানে গুগল ম্যাপের শেষ আপডেটে পাক অধিকৃত নিয়ন্ত্রণরেখা মুছে ফেলা ও গিলগিট–বালতিস্তানকে ভারতের অংশ হিসাবে দেখানোয় ইসলামাবাদ কী প্রতিক্রিয়া জানায় এখন সেটাই দেখার।