এবার গুগল আনতে চলেছে তার নয়া পণ্য গুগল পিক্সেল ট্যাবলেট। যা খুব তাড়াতাড়ি লঞ্চ করবে বলে জানা গিয়েছে। বিশ্বের কয়েকটি নির্বাচিত বাজারে এটি লঞ্চ করে গিয়েছে। এবার ভারত সহ বিশ্বের সমস্ত জায়গায় ফোনটি আসতে চলেছে ২০শে মে। বার্ষিক ডেভেলপারস ইভেন্টে গুগল দুটি স্মার্টফোন ও পিক্সল ট্যাবলেট লঞ্চ করেছে। পিক্সেল ট্যাবলেটটি গুগল এর প্রথম ট্যাবলেট হিসাবে বাজারে আসতে চলেছে।
বড় ডিসপ্লে এর সাথে উচ্চমানের প্রসেসর যুক্ত এই ট্যাবলেটটি লঞ্চ করার অপেক্ষায় অনেকে। মাল্টি-পারপাস ম্যাগনেটিক স্পিকার ডক দেওয়া হয়েছে।যা চার্জিং প্ল্যাটফর্ম এবং বাহ্যিক স্পিকার হিসাবে ব্যবহার করা যেতে পারে এই এই ট্যাবলেটটিতে।
০.৯৫ -ইঞ্চি WQXGA স্ক্রিন দেওয়া হয়েছে এই ট্যাবলেটটিতে যাতে ইউএসআই ২.০ টাচ পেন সাপোর্ট করবে,গুগল সেন্সর জি২ প্রসেসর দেওয়া হয়েছে যা টাইটান এম ২ সিকিউরিটি চিপযুক্ত যেটি দুর্দান্ত পারফমেন্স দেবে। ট্যাবলেটটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম-এ চলবে। সামনে এবং পিছনে ৮ মেগা পিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। ব্যাটারি হিসাবে দেওয়া হয়েছে, ২৭ ডব্লিউএইচ ব্যাটারি যা ১২ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক অপশন দেবে। নিরাপত্তার জন্য এতে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।