আফগানিস্তানের সরকার পতনের পরই একাধিক বিষয় নিয়ে উদ্বেগ দেখা দিয়েছিল। যার মধ্যে ছিল গুরুত্বপূর্ণ গোপন নথি। তালিবানের হাতে সেই নথি গেলে ভয়ানক কোনও পরিণতি হওয়ার আশঙ্কাতেই বিভিন্ন দেশ দূতাবাস খালি করার আগে গোপন নথি সরিয়ে এনেছিল। এবার ডিজিটাল নথি সুরক্ষিত রাখতে গুগলের পক্ষ থেকে আফগান সরকারের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হল।
ক্ষমতাচ্যুত হওয়ার পর আফগান প্রশাসনিক আধিকারিক ও আন্তর্জাতিক সদস্যদের মধ্যে ডিজিটাল মাধ্যমে যে তথ্য ও নথি আদানপ্রদান হয়েছে, তালিবানরা সেগুলি জানার চেষ্টা করছে। আফগানিস্তানের ক্ষমতা দখলের পরই একাধিক দেশের দূতাবাসে তালিবান হানা দেওয়ায় গুরুত্বপূর্ণ নথির সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছিল। আমেরিকা, ভারতের মতো দেশ আফগানিস্তান ছাড়ার আগে নিজেদের যাবতীয় গোপন নথি উদ্ধার করে এনেছিল।
সরকার গঠনের পরই তালিবানরা আফগান সরকার ও মার্কিন বাহিনীকে মদতদাতাদের চিহ্নিত করে তাদের উপর প্রাণঘাতী হামলা চালাতে পারে, এই সম্ভাবনাও রয়েছে। তাই বিভিন্ন দূতবাসে কর্মরত আফগান নাগরিকদের তথ্য নষ্ট করে দেওয়া হয় ও তাদের উদ্ধার করে আনা হয়। গুগলের পক্ষ থেকে বিবৃতি জারি করে জানানো হয়, আফগান সরকারের একাধিক অ্য়াকাউন্ট আপাতভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ওই অ্যাকাউন্টগুলিতে থাকা তথ্যের সুরক্ষা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আফগান সরকারের এক প্রাক্তন আধিকারিক জানিয়েছেন, তালিবানরা ক্ষমতা দখলের পর থেকেই প্রাক্তন আফগান আধিকারিকদের ইমেইল অ্যাকাউন্ট হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এর আগেও তালিবানদের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল যে, সরকারি সার্ভারে যেন সমস্ত তথ্য সংরক্ষিত রাখা থাকে। গুগলের পাশাপাশি মাইক্রোসফটের সার্ভারও একাধিক সরকারি কাজের জন্য ব্যবহৃত হত বলে জানা গিয়েছে। যদিও সেগুলি বন্ধ করে দেওয়া হয়েছে কিনা, সে বিষয়ে সংস্থার তরফে কিছু জানানো হয়নি।