দেশ

মধ্যপ্রদেশে ব্রিজ থেকে সোজা নদীতে পড়ল কয়লা বোঝাই মালগাড়ি

বড়সড় রেল দুর্ঘটনা মধ্যপ্রদেশে। রেলব্রিজ থেকে একটি মালগাড়ির ১৬টি বগি সোজা নদীতে পড়ল। যদিও এই দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। উদ্ধার কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ। ঘটনার খপর পেতেই ঘটনাস্থলে পৌঁছান রেলের উচ্চপদস্থ কর্তারা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে।

রেল সূত্রে জানা গেছে, কয়লা বোঝাই মালগাড়িটি বিলাসপুরের কোরবা কোলফিল্ড থেকে যাত্রা শুরু করে মধ্যপ্রদেশের কাটনিতে যাচ্ছিল। পথে আনুপ্পুরের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়। সেসময় মালগাড়িটি একটি সেতুর ওপর দিয়ে যাচ্ছিল। মালগাড়ির কয়েকটি বগি লাইনচ্যুত হওয়ায় অন্য কয়েকটি বগি হুড়মুড়িয়ে সেতু থেকে নীচে গিয়ে পড়ে। এখনও বেশ কয়েকটি বগি সেতু থেকে ঝুলে রয়েছে। আর প্রায় শুকিয়ে যাওয়া আলন নদীতে পড়ে যাওয়া বগি থেকে কয়লা নদীতে পড়েছে। জানা যাচ্ছে কয়েকশো টন কয়লা নদীর জলে পড়েছে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, লাইনে ফাটল থাকায় মালগাড়িটি লাইনচ্যুত হয়েছে। তবে সরকারিভাবে রেল এই বিষয়ে কিছু জানায়নি এখনও। ঘটনাস্থলে পৌঁছেছে রেলের উদ্ধারকারী দল। মালগাড়ির বগিগুলো সরিয়ে লাইন পরিস্কার করার কাজ শুরু হয়েছে। আপাতত ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ, ট্রেন অন্য পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ।