আগামী ২০ মে ষষ্ঠ দফার ভোট৷ তার আগে জোর প্রচার চালাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার বনগাঁর সভা থেকে তিনি জানিয়ে দিলেন কে কত ভোট পাবে৷ মমতার কথায়, “হাওয়া বদলাচ্ছে। ভাল করে এটা জেনে রাখুন। কেউ ভয়ে বলছে না৷ চতুর্থ দফা হয়ে গিয়েছে। বিজেপি খুব জোর হলে ১৯৫-২০০ আসন পাবে। ‘ইন্ডিয়া’ জোট পাবে ২৯৫-৩১৫ আসন। এই বার মোদীর ৪০০ পার না, একেবাপে পগারপার। বাঙালিরা চায় না মোদী আসুক।”
এদিন এই লোকসভার অন্তর্গত কল্যাণীর ১৪ নম্বর ওয়ার্ডের ফুটবল মাঠের জনসভা থেকে সিএএ, সন্দেশখালি থেকে চাকরি-সহ একাধিক প্রসঙ্গ নিয়ে সুর চড়িয়েছেন তৃণমূল নেত্রী। বিজেপি-সিপিএম-কংগ্রেসের পাশাপাশি এদিন তিনি নিশানা করেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনকেও। চলতি লোকসভা নির্বাচনে কটা আসন পেতে চলেছে বিজেপি, তাও বলে দেন মমতা। একইসঙ্গে এদিন চাকরি প্রসঙ্গ নিয়ে সরব হতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। তিনি রাজ্যের বিজেপি-সিপিএম-কংগ্রেসের দিকে আঙুল তোলেন।সন্দেশখালি নিয়েও সিপিএম ও বিজেপিকে আক্রমণ করেছেন মমতা।
তিনি বলেন, “সিপিএমের হার্মাদরা এখন বিজেপিতে রয়েছে। যারা সন্দেশখালিতে যারা কারসাজী করেছে সবাই আগে সিপিএম দলে ছিল। এখন বিজেপি করে। ওরা জানে না মা বোনদের কাছে টাকার থেকেও বড় সম্মান। তাদের না জানিয়ে যা তা লিখিয়ে নেওয়া হয়েছে। সবার শাস্তি চাই। সত্যের জয় হবেই।”