অভিনয় জগৎ থেকে রাজনীতিতে পাড়ি। তারপর ভরা বামফ্রন্টের বাজারে ঘাটাল থেকে জয়। কিন্তু নির্বাচনী রোড শোয়ে তাঁকে দেখা যায়। এবার অবশ্য করোনার জেরে বাইরে আটকে পড়া ভারতীয়দের তিনি উদ্ধারের ব্যবস্থা করেছিলেন। যদিও রাজনীতি নিয়ে তিনি কম কথা বলে থাকেন। তিনি বাংলা ছবির সুপারস্টার দেব। তৃণমূলের এই সেলিব্রিটি সাংসদ এক ফেসবুক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নযজ্ঞের প্রশংসা করেন। কিন্তু ব্যক্তিগতভাবে দেব মনে করেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আরও ভালো ভালো লোক দরকার।’ এখানেই বিতর্ক তৈরি হয়েছে। তাহলে কী নেত্রীর পাশে ভাল মানুষের সংখ্যা কমে যাচ্ছে? দলে যাঁরা নেত্রীর পাশে আছেন তাঁরা কী ভাল নয়? এইসব প্রশ্নও উঠতে শুরু করেছে।
তাঁর দাবি, উন্নয়নকে নিচুতলায় পৌঁছে দেওয়ার দায়িত্বে থাকা কিছু লোকের জন্য ক্ষেত্রবিশেষে তৃণমূলের নাম খারাপ হচ্ছে বলে মনে করেন দেব। তবে এই সাক্ষাৎকারে তিনি যা বলেছেন, সে সবই তাঁর ব্যক্তিগত মত বলে বারেবারেই স্পষ্ট করে দিয়েছেন দেব। ফেসবুক সাক্ষাৎকারে দেব— নরেন্দ্র মোদী থেকে রামমন্দির, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে উন্নয়ন নানা বিষয়ে তাঁর ব্যক্তিগত মতামত জানিয়েছেন। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে দেব বলেন, ‘আমার রাজনীতিতে থাকার একটাই কারণ। মমতা বন্দ্যোপাধ্যায়। দিদিকে খুব ভালোবাসি। রাজ্যের জন্য উনি খুব ভালো কাজ করছেন। কিন্তু এটাও সত্যি, আমার মনে হয় দিদির আরও ভালো ভালো লোক দরকার। নীচুস্তরে যাঁরা উন্নয়নের কাজগুলি পৌঁছে দেওয়ার জন্য আছেন, অনেক সময় দলের যেটুকু নাম খারাপ হচ্ছে, সেখান থেকেই হচ্ছে।’
ফেসবুক সাক্ষাৎকারে দেব জানান, অযোধ্যায় রামমন্দির তৈরি হয়ে গেলে তিনি সপরিবার দর্শন করতে যাবেন। তবে করোনা এবং সামাজিক দূরত্ববিধির কথা ভেবেই শিলান্যাস নিয়ে আশঙ্কা ছিল তাঁর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের পাওয়ালফুল লিডার। ওঁর ফ্যান ফলোয়িং বলিউড মহা–তারকাদের থেকেও বেশি। উনি যা বলেন দেশের মানুষ সেটা শোনে। লকডাউনের সময় আমিও সপরিবার থালা বাজিয়ে ছিলাম, প্রদীপ জ্বেলেছিলাম ওঁর আহ্বানে। কিন্তু পরে দেখলাম বহু লোক মশাল নিয়ে রাস্তায় বেরিয়ে সোশ্যাল ডিসট্যান্সিং নষ্ট করে দিয়েছিল। এবার অযোধ্যাতেও অনেক লোক মাস্ক না পরেই নাচানাচি করেছে। তাঁর কথায়, আমি যদি ২০২৪ সালে আবার মানুষের কাছে ভোট চাইতে যাই, তা হলে আমি বলব আমি কী কী করেছি। আমার বিরোধীরা কী করেনি তার জন্য আমায় ভোট দিন এই কথা আমি বলব না।