ব্রেকিং নিউজ রাজ্য

সুখবর! পুজোর মাসেই গঙ্গার নিচ দিয়ে চলবে মেট্রো

শিয়ালদহ – সল্টলেক মেট্রোর কাজ শেষ হতে না হতেই আবার সুখবর কলকাতা মেট্রো রেলের তরফ থেকে। মেট্রো রেল সূত্রের খবর, খুব শীঘ্রই চালু হতে চলেছে হাওড়া থেকে সল্টলেকগামী মেট্রো। পুজোর মাসেই এই লাইনে ট্রায়াল রান শুরু করা হবে। সব কিছু ঠিক থাকলে পুজোর বেশ কিছুদিন পর থেকেই এই রুটে মেট্রো চলাচল শুরু হবে।

সুত্রের খবর, একদিকে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অন্যদিকে জোকা তারাতলা বা নিউ গড়িয়া – রুবি পর্যন্ত ছুটবে ট্রেন। আপাতত যাত্রী নিয়ে নয়, শুরু হবে কেবল ট্রায়াল রান। তবে বউবাজার সংলগ্ন এলাকার ট্রায়াল নিয়ে যথেষ্ট চিন্তায় আছেন কর্মকর্তারা। ইস্ট-ওয়েস্ট মেট্রোয় নন এসি রেক দিয়ে নয়, আধুনিক এসি মেট্রো দিয়েই হবে ট্রায়াল রান। কারণ, এই লাইনে নন এসি রেক চলানো যাবে না বলেই জানিয়েছেন মেট্রো কর্মকর্তারা।

বহু টানাপোড়েনের পর অবশেষে শেষ হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ। বউবাজার এলাকায় দু্-দুবার ধ্বসের কারণে মেট্রোর কাজকে ঘিরে জট বাধলেও অবশেষে সেই জট খুলে যেতে চলেছে খুব তাড়াতাড়ি। এই খবরে স্বাভাবিকভাবেই খুব খুশি নিত্যযাত্রীরা। হাওড়া থেকে সল্টলেকগামি এই মেট্রো চললে ওই চত্বরের অফিসযাত্রীদের সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।