দেশ ব্রেকিং নিউজ

LPG Cylinder Price: সুখবর, ১০০ টাকা কমল গ্যাসের দাম

দারুণ সুখবর। ফের এক ধাক্কায় অনেকটাই কমল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। সেপ্টেম্বরের শুরুতেই একধাক্কায় ৯১.৫০-১০০ টাকা কমিয়ে দেওয়া হল বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজি সিলিন্ডারের দাম। সবচেয়ে বেশি দাম কমল কলকাতাতেই।

বৃহস্পতিবার থেকেই কলকাতায় বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমছে ১০০ টাকা। কলকাতায় আগে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ২০৯৫.৫০ টাকা। ১০০ টাকা কমে এখন তা হল ১৯৯৫.৫০ টাকা। অর্থাৎ দু’হাজারের নিচে নেমে এল বাণিজ্যিক গ্যাসের দাম। এদিকে রাজধানী দিল্লিতে সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে ৯১ টাকা ৫০ পয়সা। রাজধানীতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন দাম ১,৮৮৫ টাকা। মুম্বইয়ে সিলিন্ডারপ্রতি বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে ৯২ টাকা ৫০ পয়সা।

মে মাস থেকে শুরু করে এই নিয়ে টানা পাঁচমাস বাণিজ্যিক গ্যাসের দাম কমাল তেল সংস্থাগুলি। পরপর পাঁচ’মাস বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমার ফলে হোটেল ব্যবসায়ী বা এলপিজি চালিত গাড়ির মালিকরা বড়সড় স্বস্তি পাবেন বলেই মনে করা হচ্ছে। এর প্রভাব পণ্যের বাজারেও পড়বে। যদিও রান্নার গ্যাসের ১৪ কেজির সিলিন্ডারের দাম এমাসে কমানো হয়নি।