খেলাধুলা ব্রেকিং নিউজ রাজ্য

সুখবর, পুজোয় কলকাতায় আসছেন রোনাল্ডিনহো

দুর্গাপুজোয়, বাঙালির সেরা উৎসবের আবহে, এবার বাঙালিদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে কলকাতায় আসছেন রোনাল্ডিনহো। ‘সিটি অফ জয়’ কলকাতায় একাধিক মণ্ডপে দুর্গাপুজোর উদ্বোধন করতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি জার্সি উপহার দেবেন তিনি।

ব্রাজিল তারকা দুর্গাপুজোর আগে কলকাতায় তার প্রথম সফর নিশ্চিত যে করে ফেলেছেন, তা তিনি নিজেই সোশ্যাল নেটওয়ার্ক সাইটে জানিয়েছেন,”হ্যালো এভরিবডি, আমি এই অক্টোবরের মাঝামাঝি কলকাতায় আমার প্রথম সফর করব, আমি জানি কলকাতায় ব্রাজিলের বিপুল সংখ্যক ভক্ত রয়েছে এবং আমি তাদের সাথে দেখা করতে খুব উত্তেজিত।”

তিনি আরও জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তাঁকে একটি জার্সি উপহার দেবেন এবং কলকাতা শহরের আইকন সৌরভ গাঙ্গুলীর কাছ থেকে ‘ক্রিকেট শিখতে’ চান তিনি।

ফুটবল নক্ষত্র আরও লিখেছেন, ”আমি স্পনসরদের সাথে এবং অনেক অনুষ্ঠানের সাথে যোগাযোগ রেখে চলব এবং সুন্দর খেলাটির প্রচার করব। সাম্বা ম্যাজিক শুরু হোক এই দুর্গাপুজোয়। আমি তোমাদের তোমাদের সবাইকে ভালবাসি।”