ব্রেকিং নিউজ রাজ্য

পর্যটকদের জন্য সুখবর: চালু হল হলদিয়া-শিলিগুড়ি বাস পরিষেবা

পর্যটকদের জন্য দারুণ সুখবর। অবশেষে সোমবার থেকে হলদিয়া-শিলিগুড়ির বাস চলাচল শুরু হয়ে গেল। এই বাস চলাচলের খবর চাউর হতেই খুশি পর্যটকেরা। আগামী ১ ডিসেম্বর থেকেই নিয়মিত এই পরিষেবা চালু হবে। আসানসোল থেকে শিলিগুড়ির বাস পরিষেবা চালু হওয়ার পরে পর্যটকদের বড় সুবিধা হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, হলদিয়ার দুর্গাচক থেকে দুপুর ২টা নাগাদ হলদিয়া-শিলিগুড়ির ভায়া কলকাতার বাস চলবে। অন্যদিকে, অপর একটি বাস বিকেল সাড়ে পাঁচটার সময় শিলিগুড়ি থকে ছাড়বে এবং কলকাতা হয়ে হলদিয়া পৌঁছাবে। প্রতিটি বাসে মোট ৬০টি করে সিট থাকবে। যার মধ্যে ২৪টি থাকবে স্লিপার, আর সেমিস্লিপার থাকবে ৩৬টি। এই এসি বাসের স্লিপার সিটের ভাড়া থাকছে ২০০০ টাকা এবং সেমিস্লিপারের ভাড়া থাকছে ১৬০০ টাকা। বুকিং করলে বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকছে।

এই বাসটি ধর্মতলার পর এয়ারপোর্ট, বারাসাত, জাংগুড়ি, চাকদা, রানাঘাট,কৃষ্ণনগর, ফারাক্কা ,মালদা, রায়গঞ্জ, ডালখোলা, কৃষাণগঞ্জ,ইসলামপুর হয়ে শিলিগুড়িতে যাবে।আসানসোল থেকে শিলিগুড়ি পর্যন্ত এই বাসের উদ্বোধন করেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক।