ব্রেকিং নিউজ রাজ্য

রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, করম পুজোতে সরকারি ছুটি ঘোষণা

গ্রামবাংলার একটি সুপরিচিত পুজো হল করম পুজো। প্রতি বছর ভাদ্র মাসের শুক্লা একাদশীতে এই পুজো করা হয়। ওই দিন করম গাছের ডাল মাটিতে পুঁতে করম ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এক্ষেত্রে মূলত প্রকৃতিকে পুজো করেন জনজাতিরা। সমগ্র মানভূম এলাকা অর্থাৎ, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ পশ্চিম মেদিনীপুরে এই পুজো অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হয়।

ইতিমধ্যেই মঙ্গলবার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে করম পুজোর জন্য ছুটির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার ফলে ২৫ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার মিলবে ওই ছুটি।

এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দেন যে, দীর্ঘদিনের দাবি মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।