রাজ্য লিড নিউজ

রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর! ফের বাড়ছে DA

সুখবর! দীপাবলির আগে রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, কেন্দ্রীয় সরকারের অনুসরণে ৩% হারে মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে রাজ্য সরকারি কর্মীরা এখন থেকে ৫৩% ডিএ পাবেন। দীপাবলির আগেই এই নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যা সরকারি কর্মচারীদের জন্য কিছুটা হলেও স্বস্তিদায়ক।

চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে এই নতুন বিজ্ঞপ্তি। ‌ডিএ এবং পেনশনভোগীদের জন্যও একই হারে ডিয়ারনেস রিলিফ বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ, কর্মচারীদের সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মীরাও এই সুবিধা পাবেন।

তবে জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাসের বকেয়া ডিএ অক্টোবর মাসের বেতনের সঙ্গে দেওয়া হবে না বলে জানানো হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বকেয়া অর্থ মেটাতে কিছুটা সময় লাগবে এবং ডিসেম্বরে এই বকেয়া ডিএ ও ডিআর পেমেন্টের প্রক্রিয়া সম্পন্ন হবে।