এক ধাক্কায় রাজ্যের সরকারি অবসরপ্রাপ্ত কর্মীদের বাড়ানো হচ্ছে পেনশন। এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্নের অর্থদপ্তরের পক্ষ থেকে।
নবান্ন সূত্রে জানা গেছে, ২০১৬ সালের জানুয়ারির আগে অবসর প্রাপ্ত কর্মচারীরা পুরনো বেতন কমিশনের নিরিখেই পেনশন পাচ্ছিলেন। ফলে নতুন সিদ্ধান্ত কার্যকরের পর এক ধাক্কায় অনেকটাই বাড়বে অর্থের পরিমাণ । সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, সবমিলিয়ে প্রায় সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ কর্মচারী উপকৃত হবেন নতুন এই সুপারিশে।
রাজ্য সরকারী কর্মচারীদের বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, তাদের যা বেতন তার ৫০ ভাগ অবসরপ্রাপ্ত কর্মচারীদের দেওয়ার কথা বলা হয়। কিন্তু পদ্ধতিগত ত্রুটি থাকায় এই সুপারিশ অনুযায়ী বেতন পাচ্ছিলেন না তারা। তা নিয়ে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মীরা।
সিটিজেন অ্যান্ড পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মনোজ চক্রবর্তী বলেন, যে কোনো কারনেই হোক কর্মচারীরা তাঁদের যথাযথ বেতন পাচ্ছিলেন না, তবে নতুন এই নিয়ম মুখে হাসি ফোটাবে অবসর প্রাপ্ত কর্মচারীদের।