আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

ভারতীয় পড়ুয়াদের জন্য সুখবর, প্রজাতন্ত্র দিবসে বড় ঘোষণা ফরাসি প্রেসিডেন্টের

ভারতে বসেই ফ্রান্সে পড়তে ইচ্ছুক ভারতীয়দের জন্য বড় ঘোষণা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরের। অনেকে একে প্রজাতন্ত্র দিবসে মাকরেঁর ‘উপহার’ হিসাবে দেখছেন। ফরাসি প্রেসিডেন্ট শুক্রবার সকালে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে ৩০ হাজার ভারতীয় ছাত্রছাত্রীকে ফ্রান্সে পড়ার সুযোগ দেওয়া হবে। এটি অতি উচ্চাকাঙ্ক্ষা। তবে ফ্রান্স এই লক্ষ্য পূরণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

ভারতীয় ছাত্রছাত্রীদের ফ্রান্সে উচ্চশিক্ষার জন্য অনেক সুযোগসুবিধা দেওয়া হবে বলে মাকরঁ জানিয়েছেন। যাঁরা ফরাসি ভাষা জানেন না, তাঁরাও পড়তে পারবেন। ভাষা যাতে উচ্চশিক্ষায় বাধা না হয়ে দাঁড়ায়, সেই ব্যবস্থা করা হচ্ছে। উচ্চশিক্ষা ক্ষেত্রে ফ্রান্স এবং ভারত একসঙ্গে মিলে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট।