করোনা আবহে গত ২ বছর বন্ধ ছিল বইমেলা। কিন্তু এবছর বইপ্রেমিদের জন্য সুখবর দিল রাজ্য সরকার। সোমবার, রাজ্যের তরফে আগামী বছরের কলকাতা বইমেলার দিনক্ষণ ঘোষণা করা হল। জানা গিয়েছে, আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হয়ে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী চলবে কলকাতা বইমেলা। ২০২২ এ জানুয়ারির শেষেই শুরু হচ্ছে বইমেলা। তবে এবারে বেলার থেকে কি হচ্ছে জানা যায়নি।
২০২১ সালের ২৭ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত করোনার জেরে জানুয়ারিতেই মেলা সাময়িক স্থগিত করা হয়। সংক্রমণ না কমায় মেলা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। মেলার থিম হত বাংলাদেশ। বইমেলায় শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ এবং বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতার পঞ্চাশ বছর উদ্যাপন করার কথাও ছিল।
সোমবারই রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, ২০২২ সালের এপ্রিল মাসে রাজ্যে আয়োজিত হবে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। ২০২২ সালের জানুয়ারি ৩১ তারিখ শুরু হবে বইমেলা। করোনাবিধি মেনেই সব ব্যবস্থা করা হবে।