মা হতে চলেছেন বঙ্গতনয়া বিপাশা বসু। স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে টানা পাঁচ বছর ধরে চুটিয়ে সংসার ওয়ার্কআউট করার পর এখন সন্তানসম্ভবা তিনি। ইনস্টাগ্রামে বিপাশা নিজের বেবি বাম্প-সহ দুটি ছবি পোস্ট করেন। সঙ্গে লিখলেন মিষ্টি কথাও।
মা দুর্গাকেও স্মরণ করে ‘বয়ফ্রেন্ড শার্ট’-এ নিজেকে মুড়ে আদুরে হাসিতে দেখা গিয়েছে বঙ্গতনয়াকে। ছবির ক্যাপশনে বিপাশা লিখেছেন, “জীবনে একটি নতুন সময়, একটি নতুন পর্ব, সর্বোপরি নতুন আলো আসতে চলেছে। আমাদের নিজেদের জীবনটাকে গুছিয়ে তুলছি। দুই থেকে এবার তিন হয়ে যাবো।” ছবি পোস্ট হতেই শুভাকাঙ্খীদের শুভেচ্ছা ভরে যেতে থাকে। এই দম্পতিকে সুখী দম্পতি হিসেবেই টিনসেল টাউন চেনে।
২০১৫ সালে ‘অ্যালোন’ ছবির সেটে বিপাশা ও করণের আলাপ হয়েছিল। করণ সদ্য দু’বারই প্রেমের বিচ্ছেদে ব্যাথিত। অন্যদিকে বিপাশার জীবনের দীর্ঘদিনের প্রেম মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে গিয়ে শেষ হয়েছে। তাই সেটেই শুরু হয় করণ ও বিপাশার বন্ধুত্ব। সেই বন্ধুত্ব সময়ে চাকায় গড়িয়েছে। প্রেমে পড়েছেন একে অপরের।
এরপর ২০১৬ সালের ৩০ এপ্রিল। ধুমধাম করে বাঙালি সাজে সাজিয়ে পাঞ্জাবি বরকে বিয়ে করেন বিপাশা। কে ছিল না সেই বিয়েতে! সলমন খান থেকে শুরু করে, অভিষেক বচ্চন, ঐশ্বর্যা রাই বচ্চন– চাঁদের হাট বসেছিল! করণের আগের দুটি বিয়ে ভেঙে গেলেও সময়ের সঙ্গে সঙ্গে মজবুত হয়েছে এই সম্পর্ক। বিবাহিত জীবনের ছ’বছর পার করে নতুন অতিথিকে স্বাগত জানাতে প্রস্তুত বসু-গ্রোভার পরিবার।