দেশ ব্রেকিং নিউজ

পুজোর মুখে সুখবর: ৪ শতাংশ ডিএ বাড়ল সরকারি কর্মীদের

পুজোর মুখে সুখবর পেলেন সরকারি কর্মীরা। ফের মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ৪ শতাংশ ডিএ বাড়বে বলে সূত্রের খবর।

একদিকে দুর্গাপুজো অন্যদিকে নবরাত্রি। দেশজুড়ে উৎসবের আবহে ডিএ বৃদ্ধির খবরে স্বভাবতই বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অন্দরে।

রাজ্যের সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ-র ফারাক বৃদ্ধি হল প্রায় ৪০ শতাংশ। ডিএ’র দাবিতে শহিদ মিনারের সামনে অবস্থান আন্দোলন অব্যহত রেখেছেন রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথমঞ্চ। পুজোর পরে আন্দোলন তীব্রতর করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।