দেশ লিড নিউজ

সুখবরঃ চলতি বছরে অক্টোবর থেকেই ভারতে ৫জি পরিষেবা

চলতি বছরের অক্টোবর মাস থেকেই ভারতে মিলবে ৫জি পরিষেবা। সোমবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রের টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী ৫জি স্পেকট্রামের সবচেয়ে বেশি বরাত পেয়েছে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও।

অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, স্পেকট্রাম নিলাম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কয়েক দিনের মধ্যেই নিলাম বরাদ্দের কাজ শেষ করা হবে। তাঁর আশা আগামী এক বছরের মধ্যে দেশে ৫জি পরিষেবা ছড়িয়ে পড়বে।
জানা গিয়েছে, ৮৮ হাজার ৭৮ কোটি টাকার বরাত পেয়েছে রিলায়েন্স জিও। নিলামে মুকেশ আম্বানির সঙ্গে প্রতিযোগিতায় ছিলেন শিল্পপতি গৌতম আদানি। তিনি পেয়েছেন ২১২ কোটি টাকার বরাত, যা এক শতাংশেরও কম। নিলামের বিষয়ে টেলিকম মন্ত্রী জানিয়েছেন, সরকার যে ৫জি স্পেকট্রাম দিয়েছে তার মধ্যে ৭১ শতাংশ স্পেকট্রাম বিক্রি হয়েছে। ২৬ জুলাই থেকে ৫জি স্পেকট্রামের নিলাম শুরু হয়েছে। সরকার ব্লকে মোট ৭২.০৯৮ মেগাহার্টজ স্পেকট্রাম রেখেছি।। যার মধ্যে ৫১,২৩৬ মেগাহার্টজ স্পেকট্রাম বিক্রি হয়েছে ও মোট ১,৫০,১৭৩ কোটি টাকার বিড করা হয়েছে।

সূত্রের খবর,আগামী ১০ অগাস্টের মধ্যে স্পেকট্রাম বরাদ্দ শেষ হবে।
উল্লেখ্য, সোমবার দেশে একসপ্তাহ ধরে চলা সবচেয়ে বড় স্পেকট্রাম নিলাম শেষ হয়েছে। এই নিলামে ১.৫ লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের ৫জি স্পেকট্রামের রেকর্ড বিক্রি হয়েছে। জানা গিয়েছে, নিলামে মোট ১,৫০,১৭৩ কোটি টাকার দর হয়েছে জিও-র।