পৌষের শুরুতেই শীত উধাও। কলকাতায় ১৭ ডিগ্রির উপরে পৌঁছল তাপমাত্রা। কুয়াশা থাকলেও দেখা নেই শীতের। নতুন বছরের শুরুতেই পারদ পতন হবে বলেই জানা গিয়েছে। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত আপাতত শীতের আমেজ থাকছে না বঙ্গে। উত্তুরে হাওয়ার প্রবেশে ক্রমশ বাধা দিচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। বর্ষশেষে ধীরে ধীরে চড়ছে তাপমাত্রার পারদ।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শীত শীত আমেজের মধ্যেই গুমোট গরম। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও কমবে। চলতি সপ্তাহ থেকেই আরও বেড়েছে তাপমাত্রা। গোটা দক্ষিণবঙ্গে উত্তুরে হাওয়ার আমেজ থাকলেও তাপমাত্রার হেরফের হচ্ছে।
কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে আকাশ পরিষ্কার থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গে শীতের আমেজ অনেকটাই বেড়েছে। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবারও কলকাতার পারদ ১৭ ডিগ্রির উপরে থাকবে। নতুন বছরের শুরুতেও জাঁকিয়ে শীতের আশা আর আপাতত নেই। কলকাতায় আরও বাড়তে পারে তাপমাত্রার পারদ। তবে, নতুন করে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। কারণ উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে। ফলে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে তাপমাত্রার পারদ। উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা একইরকম থাকবে।