জেলা ব্রেকিং নিউজ

সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি

সোনারপুরের একটি সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি। রীতিমতো ফিল্মি কায়দায় দোকানের মালিকের মাথায় বন্দুক ঠেকিয়ে গয়না লুঠপাট করে চম্পট দিল ডাকাতের দল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা সোনারপুরের বারেন্দ্রপাড়ায়। এই ঘটনাযকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যাবেলায় সোনারপুরের ওই সোনার দোকানে ডাকাতের দল ক্রেতার ছদ্মবেশ ধরেই প্রবেশ করেন। এরপর দোকানে ঢুকেই ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়।

দোকানের মালিক সজন পাড়ুইয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে লুঠপাট শুরু করে দুষ্কৃতীরা। এমনকী প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। ডাকাতিতে বাধা দিলে বন্দুক দিয়ে সোনা দোকানের মালিক ও বেশ কয়েকজনকে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয় ওই সোনা দোকানের মালিক। বন্দুকের হাতল দিয়ে মালিকের মাথা ফাটিয়ে দেয়া হয়েছে বলে জানা গিয়েছে। সোনার দোকানের লুঠের পর দুষ্কৃতীরা দুটি বাইকে চেপে এলাকা থেকে চম্পট দেয়। এরপর স্থানীয়রা দুষ্কৃতীদের আটকানোর চেষ্টা করলে শূন্যে গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা। এই দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসীরা।