দুর্গাপুজোর আগেই ৫০টি সোনার বিস্কুট উদ্ধার করল নাগরাকাটা থানার পুলিশ। এই ৫০টি সোনার বিস্কুট কোথা থেকে তারা পেল এবং কোথায় পাচার করার উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এগুলি যে সোজা পথে আসেনি তা পরিষ্কার হয়ে গিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে মালবাজার মহকুমার নাগরাকাটা থানার পুলিশ ৫০টি সোনার বিস্কুট–সহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া সোনার বিস্কুটের মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা। আজ, রবিবার মালবাজার এসডিপিও অফিসে সাংবাদিক বৈঠক করে এই কথা জানানো হয়। সীমান্ত পার হয়ে এই সোনার বিস্কুট এসেছে কিনা তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। এমনকী এই সোনার বিস্কুট পাচারের পেছনে আন্তর্জাতিক পাচার চক্র জড়িয়ে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃত তিনজনকে দফায় দফায় জেরা করা হচ্ছে।
অ্যাডিশনাল এসপি রুরাল দেন্দুপ শেরপা জানান, নাগরাকাটা ব্লকের বাতাবাড়ি–মূর্তি রোড এলাকায় তল্লাশি চালিয়ে একটি গাড়ি থেকে এই সোনার বিস্কুট উদ্ধার করা হয়। গাড়ির ভেতরে তিনজন ছিল। তারাই এই সোনার বিস্কুট পাচার করার চেষ্টা করছিল বলে অভিযোগ। ধৃত তিনজনের নাম— সন্তোষ গজাপে(মুম্বই), কৃষ্ণা মজুমদার(অসম), মনতোষ বিশ্বাস(অসম)। সোনার বিস্কুটগুলি অসম থেকে আনা হচ্ছিল বলেই প্রাথমিক অনুমান পুলিশের। ধৃতদের পুলিশি হেপাজতে নেওয়ার আবেদন করা হবে।
