বিষাক্ত সাপের সংসার। তার মধ্যেই চলছিল বসবাস। সেই দৃশ্য সামনে আসতেই আতঙ্কে কাঁটা পরিবার। হাবড়ায় এক ব্যক্তির ঘর থেকে ১৪টি গোখরো সাপ ও প্রচুর সাপের ডিম উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বারাসত রেঞ্জের বনদপ্তরের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় সাপ ও ডিম উদ্ধার করেন। একসঙ্গে এত সাপ ও সাপের ডিম দেখতে ওই বাড়িতে ভিড় করেন এলাকার বাসিন্দারা। হাবড়া থানার পুলিশ কোনওমতে ভিড় সামাল পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সাপগুলিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, হাবড়া থানার পৃথিবা গ্রাম পঞ্চায়েতের বিদ্যাসাগরপল্লির বাসিন্দা গোপাল মণ্ডল। রবিবার তাঁর বাড়িতে একটি ধর্মীয় অনুষ্ঠান হচ্ছিল। তখন পরিবারের সদস্যরা ঘরের ভিতর একটি গর্ত দেখতে পান। প্রথমে ইঁদুর গর্ত ভেবে বিষয়টিকে তাঁরা আমল দেননি। পরে ওই গর্ত থেকে একটি গোখরো সাপ বের হতে দেখা যায়। শুধু ওই গর্তে নয়, তাঁরা বাড়ির আনাচে-কানাচে আরও তিনটি গোখরো সাপের বাচ্চা দেখতে পান।
তখন ঘরের ভিতরে ও আশপাশের এলাকায় গোখরোর মতো বিষাক্ত সাপ দেখে আতঙ্ক তৈরি হয়। স্থানীয়রা সাপ উদ্ধারের জন্য বনদপ্তরে খবর দেন। বারাসত রেঞ্জের কয়েকজন কর্মী গোপালবাবুর বাড়িতে আসেন। প্রতিবেশীদের সাহায্য নিয়ে বনদপ্তরের কর্মীরা গর্ত লাগোয়া ঘরের মেঝে খুঁড়তে শুরু করেন। মেঝে খুঁড়ে সাপ ধরার খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা গোপালবাবুর বাড়িতে ভিড় করেন। ভিড় সামাল দিতে হাবড়া থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়। শেষপর্যন্ত গোপালবাবুর ঘরের মেঝের নীচ থেকে ১৪টি গোখরো সাপ ও ২৩টি সাপের ডিম উদ্ধার করেন বনদপ্তরের কর্মীরা। গোপালবাবু বলেন, ঘরের মধ্যে গোখরো সাপ দেখে চরম আতঙ্কে ভুগছিলাম।