রাজ্য লিড নিউজ

গোয়া সফর বাতিল অভিষেকের

প্রতিদিন ক্রমশ বেড়েই চলেছে কোভিড গ্রাফ। প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের পর এবার তৃতীয় ঘেউ। যার ধাক্কা সামলাতে টালমাটাল গোটা রাজ্য। এর মধ্যে আবার উদ্বেগ বাড়াচ্ছে করোনার নয়া স্ট্রেন ওমিক্রন। পরিস্থিতি মোকাবিলায় বাড়ানো হচ্ছে করোনা বিধিনিষেধ। এই কারণে চারদিনের গোয়া সফর বাতিল করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার বিকেলেই গোয়ায় যাওয়ার কথা ছিল তৃণমূলের কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। কিন্তু করোনা পরিস্থিতির জন্য আপাতত এই গোয়া সফর বাতিল করলেন তিনি।

করোনা পরিস্থিতি নিয়ে শনিবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারে প্রশাসনিক বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে তিনি বলেন, “আমি ব্যক্তিগত মত শেয়ার করতে পারি। আমার ব্যক্তিগত মত আপনাদের জানিয়েছি। হাইকোর্টে মামলা হয়েছে। এবার হাইকোর্টের নির্দেশে হচ্ছে। এই বিষয়ে আমার মন্তব্য করা ঠিক নয়। হাইকোর্টের নির্দেশ মতো নির্বাচন কমিশন গাইডলাইন মেনে ভোট করাবে। তবে আমার ব্যক্তিগত অভিমত যদি জিজ্ঞেস করেন, আমার মনে হয় আগামী দু’মাস সব বন্ধ রাখা উচিত।”

রাজনৈতিক মহলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই মন্তব্য হইচই ফেলে দেয়। অতিমারিতে পুরভোটের বিরুদ্ধে যখন সরব রাজ্যের বিরোধী দলগুলো। তখন অভিষেকের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

দলীয় সূত্রে খবর পাওয়া গিয়েছিল, ৯ জানুয়ারি গোয়া রওনা হচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। থাকবেন। তিনদিনের সফর শেষে ১২ তারিখ তাঁর কলকাতায় ফেরার কথা ছিল তার। রাজনৈতিক মহলের একাংশের মতে, গোয়া নির্বাচনকে গুরুত্ব দিয়ে সেখানে আসলে প্রচারেই যাচ্ছেন অভিষেক। অভিষেকের এই সফরে বেশ কিছু প্রকল্পের ঘোষণা হওয়ারও সম্ভাবনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা বাতিল করে দিলেন অভিষেক নিজেই।