দেশ ব্রেকিং নিউজ

বন্ধ হলো গোয়ার দরজা

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত গোটা ভারত। মৃত্যুমিছিল জারি। তবে দেশের বেশ কয়েকটি রাজ্য করোনাবিধিতে শিথিলতা আনলেও কড়া অবস্থান নিয়েছে গোয়া প্রশাসন। যতদিন না রাজ্যের প্রত্যেক নাগরিক করোনার প্রথম ডোজ নিচ্ছেন, ততদিন রাজ্যের সীমানা পর্যটকদের জন্য বন্ধই থাকবে বলে জানিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। আর এই টিকাকরণ শেষ করতে ৩০ জুলাইয়ের সময়সীমা ধার্য করা হয়েছে গোয়া সরকারের পক্ষ থেকে।

গোটা দেশ করোনার দ্বিতীয় ঢেউয়ে কাবু হয়ে পড়েছে। উত্তরপ্রদেশ, দিল্লি–সহ একাধিক রাজ্যে উত্তরোত্তর বাড়তে থাকে সংক্রমণের পরিমাণ। দেশের অন্যতম জনপ্রিয় এই পর্যটন স্থান গোয়াতেও করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী হতে থাকে। এই পরিস্থিতিতে কঠোর বিধিনিষেধ জারি করা হয় পশ্চিমের এই রাজ্যেও। আগের তুলনায় অনেকটাই উন্নত হলেও এখনই পর্যটকদের জন্য দরজা খুলছে না গোয়ার।

এদিন সাংবাদিক সম্মেলনে প্রমোদ সাওয়ান্ত জানান, করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ সম্পন্ন না হলে গোয়ায় পর্যটন ক্ষেত্রগুলি খোলা হবে না। আমাদের লক্ষ্য আগামী ৩০ জুলাইয়ের মধ্যে রাজ্যের প্রত্যেক মানুষকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া। ৩০ জুলাইয়ের পরই পর্যটকদের জন্য গোয়া খুলে দেওয়া হবে কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।