The Union Finance Minister said, "Give loans to those who are eligible for loans. There is no reason for him to fear the CBI, CVC, or CAG. Because the government is the guarantor of the loan. The bank or its officials will not be held responsible for any loan default".
অর্থনীতি লিড নিউজ

‘‌ভয় পাবেন না, ঋণের গ্যারান্টার সরকার’‌

করোনাভাইরাসের জেরে আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার ব্যাখ্যা দিতে গিয়ে বিনা বন্ধকে ঋণ দেওয়ার কথা তুলে ধরেছিলেন অর্থমন্ত্রী। তারপর রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে ঋণ নিতে গেলে নানা জটিলতা দেখা দেয়। তখন ক্ষোভ আছড়ে পড়ে দেশজুড়ে। এই পরিস্থিতি থেকে বেরোতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বার্তা দিলেন, উপযুক্ত প্রার্থী ও সংস্থাকে ঋণ দিন। কোনও ভয় নেই। দেশের ব্যাঙ্ক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলির উদ্দেশ্যেই এই বার্তা।
দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার বিস্তারিত বর্ণনা দিতে গিয়ে এমএসএমই–সহ বড় শিল্প এবং বিভিন্ন মাপের ব্যবসায়ীদের ঋণ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। বহু ক্ষেত্রে সরকার তার জামিনদার বলেও জানিয়েছিলেন।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ‘‌যাঁরা ঋণ পাওয়ার যোগ্য তাদের ঋণ দিন। তার জন্যে সিবিআই, সিভিসি, বা ক্যাগকে ভয় পাওয়ার কোনও কারণ নেই। কারণ ঋণের গ্যারান্টার সরকার। কোনও ঋণ অনাদায়ি হয়ে তার জন্য ব্যাঙ্ক বা তার আধিকারিকদের দায়ী করা হবে না।’‌