তৃতীয় দফার নির্বাচনে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক কেন্দ্রীয় জওয়ানের বিরুদ্ধে। আর তা নিয়ে তেতে উঠল হুগলি জেলা। ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের রামনগর এলাকায়। শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে গতকাল থেকেই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। জানা গিয়েছে, এই এলাকাতেও কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়। ১৬৮ নম্বর বুথের রামনগর প্রাথমিক বিদ্যালয়ে ৮ জন জওয়ানের থাকার ব্যবস্থা করা হয় স্থানীয় প্রশাসনের তরফে। সোমবার সেখানেই ছিলেন ওই ৮ জন।
আগেরদিন রাত ৮টা নাগাদ ওই এলাকারই এক নাবালিকা তার পাশের বাড়ির বন্ধুর থেকে বই আনতে যায়। তখনই ওই নাবালিকার ওপর ওই জওয়ান চড়াও হয় বলে অভিযোগ। এমনকী ফাঁকা রাস্তায় ওই নাবালিকার মুখ চেপে স্কুলের পাশে একটি বাগানে নিয়ে যাওয়ার চেষ্টা করে ওই অভিযুক্ত জওয়ান। টাকা দেওয়ার লোভ দেখিয়ে তার ওপর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে ওই জওয়ানের বিরুদ্ধে।
কোনওরকমে ওই নাবালিকা চিৎকার শুরু করে। আওয়াজ পেয়ে স্থানীয়রা চলে আসেন ঘটনাস্থলে। তাকে উদ্ধার করা হয়। তখন জওয়ানকে জুতোপেটা করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনা স্থলে আসে তারকেশ্বর থানার পুলিশ। অভিযুক্তকে শাস্তির দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।