ব্রেকিং নিউজ রাজ্য

বালির নীচে তরুণীর দেহ

বালির নীচ থেকে বিবস্ত্র অবস্থায় এক মানসিক ভারসাম্যহীন তরুনীর মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল উলুবেড়িয়ায়। ঘটনাটি ঘটেছে কালীনগর ফারুক সাহেবের মোড়ে। স্থানীয় বাসিন্দাদের দাবি ওই তরুনীকে ধর্ষণ করে খুন করা হয়েছে।

উলুবেড়িয়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। এই নিয়ে কোনও মন্তব্য তারা করতে চায়নি। জানা গিয়েছে, আগে কোনদিন ওই তরুনীকে এলাকায় দেখা য়ায়নি। তবে সোমবার সকাল থেকে ওই তরুনীকে এলাকায় দেখা যায়।

গভীর রাত পর্যন্ত রাস্তার পাশের একটি দোকানে ওই তরুনীকে শুয়ে থাকতে দেখেছিল বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য মঙ্গলবার ভোরে প্রাতভ্রমন করার সময় এক ব্যাক্তির নজরে পড়ে বালির নীচে কাউকে চাপা দেওয়া আছে। পরে পুলিসে খবর দিলে উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।