বাড়িতে রূপচর্চা করে ঝকঝকে ত্বক গড়ে তোলা যায়। শুধু চাই একটু নিষ্ঠা আর মনের ইচ্ছা।
১) এই পর্বে কয়েকটা বিষয় ঘরে তৈরি করে নিতে হবে। গ্রিন টিয়ের স্ক্রাব-এই স্ক্রাব তৈরি করতে নিতে হবে ৩ টেবিল চামচ গ্রিন টি, ২ টেবিল চামচ ব্রাউন সুগার এবং ১ টেবিল চামচ নারিশিং ক্রিম। নিজের পছন্দের যে কোনও ক্রিম বেছে নিলেই হবে। এই পেস্ট মুখে লাগিয়ে মিনিট ১৫ রেখে ধুয়ে ফেলতে হবে।
২) ত্বকের জন্য এই ঘুম ও আর্দ্রতা এই দুটি খুবই প্রয়োজন। ত্বকের মেরামতি করতে ও তার আভা অটুট রাখতে যে কোনও মানুষের পর্যাপ্ত ঘুম দরকার। একে রূপচর্চার ভাষায় বিউটি স্লিপ বলে। ত্বকের আর্দ্রতা মানে শুধু বাইরের আর্দ্রতা নয়। ভিতরের আর্দ্রতাও জরুরি। তাই রাতে অন্তত ৬/৭ ঘন্টা সাউন্ডস্লিপ ঘুম হওয়া দরকার
৩) যেকোনো লিকুইড হাইলাইটার ত্বকের জন্য খুব উপকারী। হাতের পিছনে লিকুইড হাইলাইটার লাগিয়ে নিয়ে সেটা মেকআপ ব্রাশ দিয়ে একবার সারা মুখে বুলিয়ে নিতে হবে। এতে ত্বকে ইনস্ট্যান্ট আভা আসবে।
৪) যদি হঠাৎ করে মুখে পিম্পল বা ব্রণ দেখা দেয় তাহলে ভেঙে পড়ার কোনও কারণ নেই। কারণ ব্রণ হলে সেখানে টুথপেস্টের সঙ্গে সামান্য হলুদ মিশিয়ে সেই পেস্ট লাগিয়ে নিতে হবে। টুথপেস্ট খুব দ্রুত ব্রণ শুকিয়ে দেবে।
৫) অনেকেই অতিরিক্ত মেকাপ নেন। তা কিন্তু চলবে না। অতিরিক্ত মেকআপ বাদ দিতে হবে-কম মেকআপ করলে ও কন্সিলার কম ব্যবহার করলে ত্বক পরিষ্কার থাকে। কারণ বার বার মুখ ধুলেও মেকআপের অবশিষ্ট থেকে যেতে পারে। এই কারণেই সপ্তাহে এক বা দুই দিন মেকআপ-মুক্ত থাকা দরকার। যে কোনও মানুষের যে স্বাভাবিক সৌন্দর্য বজায় রাখতে হবে।