দেশ ব্রেকিং নিউজ

গেরুয়া ঝড় ত্রিপুরায়,ফুটলো একটি ঘাসফুলও

রবিবার পুরভোটের গণনায় গেরুয়া ঝড় উঠলো ত্রিপুরায়। ভোটগণনাকে কেন্দ্র করে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা ত্রিপুরাকে। পুরভোটের আগে থেকেই উত্তপ্ত ত্রিপুরা। ভোটগণনার দিন যাতে কোনও অশান্তি না হয় তাই ত্রিপুরা স্টেট রাইফেল ও কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছে। আগরতলা পুরসভা, ৬ নগর পঞ্চায়েত, ৭টি পুর পরিষদ মিলিয়ে মোট ৩৩৪টি আসনে এই নির্বাচন হয়েছে। তার মধ্যে ১১২টি আসনে অন্য কোনও দল প্রার্থী না দেওয়ায়, সেই আসনগুলিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি।

২২২টি আসনে ভোট হয়। তার মধ্যে ২১৭ টি আসনে জয় লাভ করেছে বিজেপি। ধর্মনগরে ২৫টি আসনের মধ্যে সবক’টিতেই জয়ী বিজেপি। পানিসাগরে ১২টি আসনে জিতেছে বিজেপি। একটি পেয়েছে সিপিএম। কুমারঘাটে সবক’টি (১৫ আসন) আসনই জিতেছে বিজেপি। আমবাসায় ১৫টি আসনের মধ্যে ১২টিতে বিজেপি, তৃণমূল, সিপিএম এবং ত্রিপুরামোথা একটি করে আসন জিতেছে। একমাত্র ত্রিপুরার আমবাসায় একটি ঘাসফুল ফুটেছে। এ ছাড়া তেলিয়ামুড়া (১৫ আসন), সোনামূড়া(১৩ আসন), অমরপুর(১৩ আসন), বিলোনিয়া(১৩ আসন)-তে সবক’টি আসনেই জয়ী গেরুয়া শিবির। ৫১ ওয়ার্ডের আগরতলায় ঘোষিত ৩৮টি আসনের ৩৮টিই বিজেপির। কৈলাশহরে ১৭টি আসনের মধ্যে ১৬টিতে জয়ী বিজেপি। একটি আসন জিতেছে বামেরা ।

ভোটের আগেই ১১২টি আসনে বিনা লড়াইয়ে জিতে যাওয়ায় ৫টি পুরসভা ও ২টি নগর পঞ্চায়েত ইতিমধ্যেই হাতে এসেছে গেরুয়া শিবিরের।