প্রথম, দ্বিতীয় করোনার জাত আছড়ে পড়েছিল। এবার কি তৃতীয় ঢেউ? অন্তত তেমনটাই মনে করছেন ইতালি–জার্মানির মানুষজন। কারণ সেখানে আবার শুরু হয়েছে করোনাভাইরাসের সংক্রমণ। ছড়িয়ে পড়েছে তা আবার ভয়াবহভাবে। দিকে দিকে শোনা যাচ্ছে আক্রান্তের বিষয়। নতুন স্ট্রেনের জেরে ইতালিতে সংক্রমণ ফের বাড়ছে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগেই গোটা দেশকে রেড জোন ঘোষণা করতে চলেছে সে দেশের সরকার। সতর্ক জার্মানিও।
ইতালির স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, মন্ত্রিসভা আনুষ্ঠানিক ছাড়পত্র দিলেই ৩ এপ্রিল থেকে ৫ এপ্রিল লকডাউন হতে পারে গোটা দেশে। এখানে একদিনে ২৫ হাজার ইতালিবাসী নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। হাসপাতালে শয্যার টানাটানি। ইন্টেনসিভ কেয়ার ইউনিটের উপর চাপ বাড়ছে। আর সেই সঙ্গে তাঁদের তাড়া করছে গত বছরের আতঙ্কের স্মৃতি।
জানা গিয়েছে, জার্মানির অবস্থাও তথৈবচ। সেদেশের তরফে জানানো হয়েছে, তারা নিশ্চিত তাদের দেশে শুরু হয়েছে করোনার তৃতীয় ঢেউ। জার্মান চ্যান্সেলার অ্যাঞ্জেলিয়া মার্কেল আগেও দেশবাসীকে করোনা নিয়ে সতর্ক করেছিলেন। এবার যা পরিস্থিতি তাতে লকডাউনের পথে হাঁটাক কথাও ভাবছে দেশ দুটি।
