আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

জিনিয়াস! ১১ বছর বয়সী বঙ্গসন্তান অনুব্রত

মাত্র ১০ বছরের একরত্তি পড়ুয়া একাই বানিয়ে ফেলে ৬টি মোবাইল অ্যাপ। অ্যাপগুলি মোবাইলে ব্যবহার করা যে সুরক্ষিত তার শংসাপত্র পাওয়ার পাশাপাশি গুগল প্লে-স্টোর তাকে মান্যতা দেয়। সেই বিস্ময় বালক অনুব্রত সরকার ফের সংবাদের শিরোনামে।

আলিপুরদুয়ারের ষষ্ঠ শ্রেণীর ছাত্র বছর ১১-র অনুব্রত সরকার কম্পিউটার প্রোগ্রামিংয়ের উপর ‘কোড ওয়ার্ল্ড’ নামে আস্ত একটা বই লিখে ফেলেছে। ১০৬ পাতার এই বইয়ে প্রোগ্রামিং, ফায়ারবেস, ল্যাঙ্গুয়েজ, জাভাস্ক্রিপ্টসহ একাধিক জটিল বিষয় নিয়ে লেখা হয়েছে। যা কার্যত বড়দেরও ঘাম ছুটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।

আরও অবাক করার বিষয়, অনুব্রত মাত্র একদিনের মধ্যেই এই ১০৬ পাতার বইটি লিখে ফেলেছে। মার্কিন মুলুক ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সহ বিশ্বের প্রায় ১২টি দেশে এই বই বিক্রি হচ্ছে। ভারতে এই বইয়ের মূল্য ৬৫০ টাকা। দেশ-বিদেশে সাড়া ফেলে দিয়েছে অনুব্রতর লেখা বই। বইটি আমাজনকে পাঠানোর মাত্র ১৬ ঘন্টার মধ্যেই বইটিকে স্বীকৃতি দেয়‌ আমাজন।

অনুব্রতর তৈরি অ্যাপের তালিকায় রয়েছে- কিউআর কোড স্ক্যানার, মিট অ্যাপ, লুডোশিপ, পিঞ্চ হিটার ব্যাটসম্যান, ব্রিক ও মিটার ও লিজেন্ডারি রানার্স। বড় হয়ে কী হতে চায় অনুব্রত? শহরের একটি নামী ইংরেজি মাধ্যম স্কুলের এই পড়ুয়ার আগ্রহ রোবটিক্সে এবং তা নিয়েই পড়াশুনা করতে চায় সে।

অনুব্রতের বাবা এবং মা দুজনেই শিক্ষক। বাবা কৌশিক সরকার আলিপুরদুয়ারের জিৎপুর হাইস্কুলের শিক্ষক এবং মা শান্তা ভট্টাচার্য নিউটাউন বালিকা শিক্ষা মন্দিরের শিক্ষিকা। ছেলের সাফল্যে স্বভাবতই খুশি অনুব্রতর বাবা-মা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, অনুব্রতর কম্পিউটারে হাতেখড়ি মাত্র পাঁচ বছর বয়সে। তৃতীয় শ্রেণী থেকেই সে রিজিনিং, কোডিং-ডিকোডিং চর্চা করত। ইতিমধ্যেই দেশের সবক’টি অলিম্পিয়াডে অংশ নিয়েছে অনুব্রত। সিলভার জোন অলিম্পিয়াডে ট্যালেন্ট হান্টে সে সোনার পদকও ছিনিয়ে এনেছে।