অভিনেত্রী জেনেলিয়া ডিসুজা বেশ কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে সে সময় তার করোনার পজেটিভের খবরটা জানাননি। এবার জানা গেলো জেনেলিয়া করোনা জয় করে সুস্থ হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে বিষয়টি জানান তিনি।
জেনেলিয়া ডিসুজা লেখেন, আমি তিন সপ্তাহ আগে কোভিড পজিটিভ হয়েছিলাম। যদিও গত ২১ দিন আমার কোনো উপসর্গ ছিল না। সৃষ্টিকর্তার কৃপায় আজ টেস্টে নেগেটিভ এসেছে। আমি সৌভাগ্যবান যে এই রোগের সঙ্গে আমার লড়াইটা অনেক সহজ ছিল। কিন্তু একই সঙ্গে এই ২১ দিন আইসোলেশনের থাকা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল। ফেসটাইম ও ডিজিটাল প্ল্যাটফর্ম আমার এই একাকিত্ব দূর করতে পারেনি। পরিবার ও প্রিয়জনদের সঙ্গে ফের একত্রিত হতে পেরে আমি ভীষণ খুশি।
এদিকে মাইক্রোব্লগিং সাইটে ভক্তদের এই কঠিন সময়ে সুস্থ থাকার পরামর্শ দিয়ে তিনি লিখেছেন, প্রিয়জনদের সঙ্গে থাকুন, এটি আসল শক্তি এবং এটিই প্রয়োজন। দ্রুত পরীক্ষা করান, স্বাস্থ্যসম্মত খাবার খান এবং শারীরিকভাবে ফিট থাকুন এই রোগের সঙ্গে লড়াই করার এটিই একমাত্র পথ।
জানে তু ইয়া জানে না, তেরে নাল লাভ হো গ্যায়াসহ বেশ কিছু সিনেমায় জেনেলিয়া অভিনয় করেছেন। ২০১২ সালে অভিনেতা রিতেশের সঙ্গে তার বিয়ে হয়। রিয়ান ও রাহিল নামে এই দম্পতির দুই সন্তান রয়েছে।