বিনোদন লিড নিউজ

গীতশ্রীকে স্থানান্তরিত করা হল একটি বেসরকারি হাসপাতালে

সন্ধ্যা মুখোপাধ্যায় এর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে এসএসকেএম থেকে স্থানান্তরিত করা হল একটি বেসরকারি হাসপাতালে। আজ সকালেই গুরুতর অসুস্থ হন সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে তাঁকে ভর্তি করা হয় ।

পারিবারিক সূত্রে খবর, গতকাল সন্ধ্যার পর থেকেই শারীরিক অবস্থার অবনতি হয় সন্ধ্যা মুখোপাধ্যায়ের। বাড়িতে অসুস্থ হয়ে পড়েন তিনি। কয়েকদিন আগে বাড়ির বাথরুমে পড়ে গিয়েছিলেন শিল্পী।

ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তি হন শিল্পী। নিউমোনিয়ার প্রকোপ এবং সঙ্গে প্রবল শ্বাসকষ্ট। বাড়ি থেকে অক্সিজেনের সাপোর্ট দিয়ে হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। জানা গেছে কোভিড পজিটিভ সন্ধ্যা মুখোপাধ্যায়।

চিকিৎসকদের প্রাথমিক অনুমান, নিউমোনিয়ায় আক্রান্ত সন্ধ্যা মুখোপাধ্যায় । সংক্রমণ কতটা ছড়িয়েছে তা জানতে রক্ত পরীক্ষা করা হয়েছে। পোর্টেবল চেস্ট এক্স-রে মেশিন নিয়ে আসা হয়েছে উডবার্ন ওয়ার্ডে। অক্সিজেন-এর পাশাপাশি নেবুলাইজার দেওয়া হচ্ছে শিল্পীকে ।

এদিন বিকেলে তাঁকে দেখতে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান, সন্ধ্যা মুখোপাধ্যায়ের পড়ে গিয়ে হার্ট অ্যাটাক হয়েছে। এছাড়াও তিনি করোনা পজিটিভ। যেহেতু কোভিড পজিটিভ রয়েছে, তাই উডবার্ন ওয়ার্ডে চিকিৎসা হবে না। তাই তাকে অন্যত্র স্থানান্তরিত করা হল।

সম্প্রতি কেন্দ্রের ‘পদ্মশ্রী’ সম্মান প্রত্যাখ্যান করেন কিংবদন্তী গায়িকা। ‘পদ্মশ্রী’ ইস্যুতে যখন তোলপাড় বাংলা, তার চব্বিশ ঘণ্টার মধ্যেই শারীরিক পরিস্থিতির অবনতি হল গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের।এর জেরে সরগরম রাজ্য রাজনীতি।