গাজায় বিমান হামলায় ও বোমাবর্ষণে ৫০ জন যুদ্ধবন্দির নিহত হওয়ার দাবি করল জঙ্গিগোষ্ঠী আল-কাশাম। হামাস – ইসরায়েল যুদ্ধে বন্দিদের মৃত্যু হয়েই চলেছে, এরকমই দাবি একের পর এক উঠছে। হামাসের তরফে বন্দিমৃত্যু তালিকা প্রকাশের পূর্ব-ইতিহাস রয়েছে যেখানে জানানো হয়েছিল, সন্ত্রাসী গোষ্ঠীর দ্বারা হত্যা ও অপহরণের পরে বন্দিদের বিমান-হামলায় মৃত্যু হয়েছিল। এবার ৫০ জন ইজরায়েলি বন্দির নিহত হওয়ার দাবি করল হামাস।
বৃহস্পতিবার সন্ত্রাসী গোষ্ঠীর টেলিগ্রাম মাধ্যমে হামাসের আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা লিখেছেন, ইসরায়েলি বিমান হামলায় আনুমানিক ৫০ জন ইসরায়েলি বন্দি নিহত হয়েছে। বুধবার, সংবাদমাধ্যম হামাসের আল-কাশাম জঙ্গি গোষ্ঠীর মুখপাত্র আবু ওবাইদার আসল পরিচয় প্রকাশ করেছিল। এবার আবু ওবাইদা’র টেলিগ্রাম বিবৃতিতে বলা হয়েছে, “আল-কাসাম ব্রিগেড অনুমান করে যে ইহুদিবাদী বোমা হামলা এবং গণহত্যার ফলে গাজা উপত্যকায় নিহত জায়নবাদী বন্দীর সংখ্যা প্রায় ৫০ জনে পৌঁছেছে।”