দেবারতি মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস ‘নরক সংকেত’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে স্বস্তিক সংকেত। এতে নায়িকা হিসেবে থাকছেন অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। আর নায়ক হিসেবে নুসরতের সঙ্গে গৌরব চক্রবর্তী প্রথমবারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন।
প্রথমবারের মতো ‘সাগরদ্বীপে যকের ধন’ খ্যাত পরিচালকের নতুন ছবি স্বস্তিক সংকেত-এ নুসরত জাহানকে দেখা যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে এই প্রথম বড় পর্দায় গৌরব-নুসরত জুটিকে দেখা যাবে। গৌরব, নুসরত ছাড়াও এই ছবিতে থাকছেন রুদ্রনীল ঘোষ, শাশ্বত চট্টোপাধ্যায়রা। ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সৌগত বসু। এই মাসের শেষেই শুটিংয়ের কাজে লন্ডনে পাড়ি দেওয়ার কথা গোটা টিমের।