জেলা

করোনা আতঙ্কে বন্ধ মন্দির, হতাশ ভক্তরা

ইতিমধ্যেই ঘোষণা হয়েছে বৃহস্পতিবার এবং শনিবার রাজ্যজুড়ে থাকবে সম্পূর্ণ লকডাউন। কারণ রাজ্যে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। আর এই করোনা আতঙ্কে শ্রাবণ মাসের প্রথম সোমবার বন্ধই থাকল চন্দ্রচূড় মন্দিরের গেট। যদিও সকাল থেকে ভক্তরা মন্দির চত্বরে হাজির হন। কিন্তু মন্দির কমিটি কাউকেই ঢুকতে দেয়নি। ফলে শূণ্য হাতে হতাশ হয়ে ফিরতে হয়েছে পুণ্যার্থীদের।
জানা গিয়েছে, করোনা সংক্রমণ ঠেকাতে জমায়েত বন্ধ রাখার লক্ষ্যেই এমন সিদ্ধান্ত বলে মন্দির কমিটির তরফে জানানো হয়েছে। মন্দির কমিটি সূত্রে খবর, করোনার কারণে এবার মূল মন্দিরের গেট বন্ধ রাখা হয়েছে। ভক্তদের ভিড় করতে নিষেধ করা হয়েছে। মেলাও বন্ধ। অনেকে গেটের বাইরে সিঁড়িতেই প্রণাম সেরে, বেলপাতা রেখে ফিরে যাচ্ছেন।
উল্লেখ্য, চন্দ্রচূড় মন্দির আসানসোলের প্রাচীন শিবমন্দির। শ্রাবণ মাস জুড়ে প্রতি সোমবার হাজার হাজার মানুষের ভিড় হয় সেখানে। মন্দিরটি দু’‌নম্বর জাতীয় সড়কের কাছে বলে সে রাস্তার বহু আগেই ব্যারিকেড দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করত পুলিশ। এবার সেই তোড়জোড়ও উধাও। তবে মেলা বন্ধ থাকার কারণে ক্রেতা–বিক্রেতা উভয়েরই মন খারাপ।