বর্ষা এসে পৌঁছালেও এখনো বৃষ্টিতে ভেজে নি দক্ষিণবঙ্গ। কমেনি আদ্রতা জনিত অস্বস্তি। ফলে গরমে রীতিমতো অস্বস্তিতে দক্ষিণবঙ্গবাসী। হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও কবে নাগাদ প্রবল বর্ষণে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ, তা স্পষ্ট করে বলা যাচ্ছে না।
সকাল হলেই রোদের দেখা মিলছে। কখনো কখনো আকাশে মেঘ করলেও তা বৃষ্টিতে পরিবর্তিত হওয়ার সম্ভাবনা কম। ফলে আগামী দু-তিন দিন অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করবে বলে মত হাওয়া অফিসের। এক্ষেত্রে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও তা সাময়িক স্বস্তি দেবে মাত্র। আজ কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনার একাধিক প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে চলেছে। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৭৮%।
বর্ষা এসে পৌঁছালেও ভারী বর্ষণের মুখ দেখেনি মানুষ। আবহাওয়া অফিসের মতে, আগামী কয়েক দিন এই পরিস্থিতি বজায় থাকবে। তবে পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ার দিনক্ষণ সম্পর্কে তারা জানাতে পারেনি।আগামী কয়েক দিনে আবহাওয়ার রদবদল ঘটার সম্ভাবনা একপ্রকার নেই। এক্ষেত্রে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও তা কখনোই পর্যাপ্ত রূপ নেবে না। এক্ষেত্রে কলকাতার পাশাপাশি দক্ষিণের অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জাহির করা হয়েছে।
অপরদিকে, উত্তরবঙ্গেও জুন মাসের গোড়ার দিকে বর্ষা এসে পৌঁছেছে। ফলে দার্জিলিং, জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।