জেলা ব্রেকিং নিউজ

গ্যাস লিক করে দুর্ঘটনা দুর্গাপুর স্টিল প্ল্যান্টে,মৃত ৩

ফের গ্যাস লিক করে দুর্ঘটনা ঘটল দুর্গাপুর ইস্পাত কারখানায়।এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ এই ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে।সুত্রের খবর, ওই ইস্পাত কারখানায় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় ঠিকা শ্রমিকদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।ঘটনাস্থলেই তিনজন শ্রমিকের মৃত্যু হয়। অসুস্থদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। কার্বন মনোক্সাইড গ্যাস লিক করেই এই বিপত্তি। গ্যাস লিক করে দুর্ঘটনা দুর্গাপুর স্টিল প্ল্যান্টে।

ওই শ্রমিকদের নাম অরূপ মজুমদার, স্বজন চৌহান, পিন্টু যাদব, সন্তোষ চৌহান। তাঁরা সবাই কারখানার ঠিকা শ্রমিক বলে জানা গিয়েছে। একজনকে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতাল সূত্রে খবর, অসুস্থ শ্রমিকদের অবস্থা আশঙ্কাজনক।খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছন ডিএসপির আধিকারিকরা। দমকল এবং সিআইএসএফ আধিকারিকরা উদ্ধারকাজ শুরু করেন। দেড় ঘণ্টার চেষ্টায় সাতজনকে উদ্ধার করা হয়। তাঁদের প্রথমে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দুর্গাপুর স্টিল প্ল্যান্টে অবশ্য গ্যাস লিকের ঘটনা নতুন কিছু নয়। গত বছরই মার্চ মাসে স্টিল প্ল্যান্টের ক্লিনিং প্ল্যান্টে আচমকাই কার্বন মনোক্সাইড যুক্ত ব্লাস্ট ফার্নেস গ্যাস লিক করায় অসুস্থ হয়ে পড়েছিলেন ১০ জন কর্মী। কয়েক বছর আগেও একবার দুর্গাপুর ইস্পাত কারখানায় গ্যাস লিক করে একাধিক ঠিকা শ্রমিকের মৃত্যু হয়েছিল। ফের এদিনের ঘটনায় এবার আতঙ্কিত হয়ে পড়েছেন শ্রমিকরা। প্রশ্ন উঠছে তাঁদের নিরাপত্তা নিয়েও৷