বছর শেষের দিনেও গোষ্ঠী কোন্দল এর ছবি প্রকাশ্যে। দল যত বড় হচ্ছে ততই বাড়ছে গোষ্ঠী কোন্দল। কখনো তা প্রকাশ্যে কখনো অন্তরালে। বছর শেষে দলেরই দুই গোষ্ঠীর মধ্যে সেরকমই এক ঘটনা ঘটায় স্বভাবতই প্রশ্ন উঠছে তৃণমূলের দলীয় শৃঙ্খলা নিয়ে!
পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার খড়কুশমা গ্রামে পঞ্চায়েতের ক্ষমতা দখলকে কেন্দ্র তৃণমূলের দুই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ল। ঘটনায় আহত উভয় পক্ষেরই বেশ কয়েকজন সহ ২ – ৩ নিরীহ জন গ্রামবাসী। সংঘর্ষের জেরে ভাঙচুর করা হয়েছে তৃণমূলের দলীয় কার্যালয়ও।
সূত্রের খবর, বৃহস্পতিবার রাত থেকে আজ, শুক্রবার সকাল পর্যন্ত তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের র্ঘটনায় এলাকায় দেখা দিয়েছে ব্যাপক উত্তেজনা। আজ সকাল থেকেই এলাকায় চলছে পুলিশি টহল। উদ্ধার হয়েছে বেশ কিছু বোমা। ঘটনায় এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে ওই এলাকায় প্রচুর বোমাবাজি করে একদল দুষ্কৃতী । গ্রামেরই একদল তৃণমূল কর্মী সমর্থক এই ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে ।
যদিও এই ঘটনার সঙ্গে তৃণমুলের কেউ জড়িত নয় বলে দাবি পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরার।তিনি আরো বলেন, “এইগুলো পারিবারিক জমি সংক্রান্ত বিবাদ। আমি আগেও বলেছি এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও যোগাযোগ নেই। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা তদন্ত করে দেখছে পুলিশ। দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে।”