জেলা

রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক গ্যাংস্টার ভুল্লার

পড়াশোনায় তুখোড়। খেলাধুলোতেও প্রথম। অত্যন্ত সাবলীল ছ’ফুটের এই পাঞ্জাব তনয়। তবে তার আড়ালে ক্রাইম ওয়ার্ল্ডের ‘কিং’ হয়ে উঠেছিল সে। নিউটাউনের এনকাউন্টারের পর তার ক্রাইম রেকর্ড শুনে কার্যত চোখ কপালে উঠেছে ভুল্লারের পরিবারের। একইসঙ্গে ‘গ্যাংস্টার’ তকমাকে বিশ্বাস করতে পারছেন না তার আত্মীয়রা।

গভর্নমেন্ট কনভেন্ট স্কুলে ছেলেবেলা কেটেছে জয়পাল সিং ভুল্লারের। পড়াশোনায় অত্যন্ত মেধাবী। ৭০ শতাংশের বেশি নম্বর পেয়ে দশম শ্রেনী পাস করে সে। একইসঙ্গে স্কুলের স্পোর্টসেও ছিল নজরকাড়া পারফরম্যান্স। দ্বাদশ শ্রেণি পাশ করে কলেজে কলা বিভাগ নিয়ে পড়াশোনা শুরু করে ভুল্লার। পরিবার সূত্রে খবর, কলা বিভাগের বিষয়ের প্রতি ছোট থেকেই তার আকর্ষণ ছিল। রাষ্ট্রবিজ্ঞানে অনার্স নিয়ে কলেজে ভর্তি হয় জয়পাল।

তারপর কলেজের হয়ে ‘হ্যামার থ্রো’ খেলায় অংশগ্রহণ করে। রাজ্যস্তরে প্রতিযোগিতাতেও সে অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন ভুল্লারের ভাই সিমরাত পাল সিং। তাঁর সঙ্গে কথা বলে জানা গিয়েছে, রাষ্ট্রবিজ্ঞানে ফার্স্ট ক্লাস পেয়ে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হয় জয়পাল। তারপর থেকেই পরিবারের থেকে অল্প অল্প করে দূরত্ব বাড়তে থাকে। প্রায় ন’বছর সে দেখা করেনি তার ভাই সিমরাতের সঙ্গে। তবে পরিবারের অন্যান্যদের সঙ্গে তার যোগাযোগ ছিল।
শুক্রবার ভুল্লারের পরিবারের পক্ষ থেকে টেকনো সিটি থানায় এসেছিলেন পাঞ্জাবের ফাজিলকা জেলার মুলাবাই গ্রামের পঞ্চায়েত প্রধান নরেন্দ্র পাল সিং। তিনি জানালেন, গ্রামের কেউই জানেন না যে, ভুল্লার পাঞ্জাবের এত বড় অপরাধী। বরং, অত্যন্ত মেধাবী ও ভালো ছেলে হিসেবে তার পরিচিতি ছিল। এই এনকাউন্টারের ঘটনার সঙ্গে সঙ্গে এমন তুখোড় ছাত্র অপরাধ জগতে কেন এবং কীভাবে পা রাখল, তা নিয়ে ধোঁয়াশা থেকেই গেল।