বৃহস্পতিবার গঙ্গাসাগর থেকে পরিবর্তনের রথযাত্রার সূচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রমে পুজো দেন তিনি। আর বলেন, ‘বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে গঙ্গাকে দূষণমুক্ত করবে। একইসঙ্গে গঙ্গাসাগরকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে পরিণত হবে। যা দেখতে আসবেন সকলে।’
এদিন বেলা ১টা নাগাদ গঙ্গাসাগরে পৌঁছন শাহ। প্রথমে সৈকত দর্শন করেন তিনি। এর পর যান কপিল মুনির মন্দিরে। সেখানে ভারতীয় দর্শনের আদি মুনির অর্চনা করেন তিনি। এর পর মন্দিরের পুরোহিতরা শাহের হাতে একটি লাল বস্ত্র তুলে দেন।
সেখান থেকে পুজো সেরে বেরিয়ে অমিত শাহ বলেন, ‘কথায় বলে সব তীর্থ বার বার, গঙ্গাসাগর একবার। নরেন্দ্র মোদীর নেতৃত্বে নমামি গঙ্গা প্রকল্পের অধীনে গোমুখ থেকে গঙ্গাকে দূষণমুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পশ্চিমবঙ্গে এসে সেই প্রকল্প থমকে গিয়েছে। বিজেপি ক্ষমতায় এসে সেই প্রকল্প রূপায়ণ করবে।’
তিনি জানান, হাজার হাজার বছর ধরে গঙ্গাসাগরে মকরসংক্রান্তির মেলা বসে। কিন্তু এখানকার চেহারা দেখে কষ্ট হয়। বিজেপি ক্ষমতায় এলে এই মেলাকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলবে। গোটা বিশ্বের আকর্ষণের কেন্দ্র হবে গঙ্গাসাগর। গঙ্গাসাগরে পুজোপাঠ সেরে হেলিকপ্টারে নামখানা ইন্দিরা ময়দানের উদ্দেশে রওনা দেন শাহ। সেখানে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করেন তিনি।
