ব্রেকিং নিউজ রাজ্য

গঙ্গাসাগরে ভিআইপি টেন্টে আগুন, চাঞ্চল্য

গঙ্গাসাগরে ভিআইপি টেন্টে আগুন, চাঞ্চল্য ভিআইপি টেন্টে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। পুলিশ ও প্রাশাসনিক আধিকারিকদের থাকার জন‍্য এই টেন্টটি তৈরি করা হয়। আগুনে টেন্টের একাংশ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপর শুরু হয়ে যাবে গঙ্গাসাগর মেলা। মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আসারও কথা রয়েছে দু’একদিনের মধ‍্যে। তার মধ‍্যেই এই আগুন চিন্তায় ফেলেছে প্রশাসনিক কর্মকর্তাদের।

তবে ঠিক কিভাবে এই আগুন লাগল তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে। ত্রিপল, প্লাইউড ও কার্ডবোর্ড দিয়ে তৈরি এই টেন্টে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে প্রাশাসনিক সূত্রে খবর।

সাগরের বামনখালি স্কুল মাঠের এই ভিআইপি টেন্টে আগুন লাগার খবর শুনেই স্থানীয়রাও ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনাস্থল থেকে দ্রুত বের করে আনা হয় প্রয়োজনীয় সামগ্রী।

ঘটনার প্রত‍্যক্ষ‍্যদর্শী বিশ্বজিৎ খাটুয়া জানান, টেন্টে আগুন লাগার খবর শুনে স্থানীয়রাই প্রথমে ঘটনাস্থলে পৌঁছায়। এরপর আগুন নেভানোর চেষ্টা করে। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রেহাই পাওয়া গেছে -বলে জানান তিনি।