এক ভয়ানক গণধর্ষণের ঘটনা। এবার এই মর্মান্তিক ঘটনা ঘটল বাংলাদেশের যশোরে। প্রেমের ফাঁদে ফেলে করা হল কিশোরীকে গণধর্ষণ। ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে কোতোয়ালি থানায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা ধর্ষনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
জানা গেছে, দীর্ঘ কয়েক মাসের ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে মিরাজ হোসেন আকাশ ও যশোরের ওই কিশোরীর। পুলিশ সূত্রে খবর, দীর্ঘ কয়েক মাসের এই নাটকের পর শনিবার মিরাজ হোসেন আকাশ নামের ওই যুবক মেয়েটিকে নিয়ে শহরের পুনাক মেলায় ঘুরতে যায়। সেখান থেকে বিভিন্ন অজুহাতে একটি অফিসে মদ্যপ অবস্থায় তাকে চারজন মিলে ধর্ষন করে ৷ একসময় পর ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে অন্যত্র সরিয়ে নিতে গেলে টহলরত পুলিশের একটি দল চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে উদ্ধার করে।
একইসাথে যশোর শহরের পুরাতন কসবার রফিকুল ইসলাম, সিটি কলেজ পাড়ার মিরাজ হোসেন আকাশ, আরবপুরের তাহসিন বিল্লাল ও ঘোপ বেলতলার আরাফাত আহমেদকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে রবিবার যশোর কোতোয়ালি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে ওই কিশোরী৷
কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা ধর্ষনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এই ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং দ্রুত তদন্ত চালিয়ে অপরাধীদের কড়া শাস্তির আশ্বাস দিয়েছেন তিনি।