ব্রেকিং নিউজ রাজ্য

Gandhi Jayanti: দেশজুড়ে পালিত গান্ধী জয়ন্তী, মমতার শ্রদ্ধা

আজ ২ রা অক্টোবর। জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম দিবস। দিনটি অন্যান্য বছরের মতই সসম্মানে পালিত হচ্ছে দেশজুড়ে। রাজ্য সরকারের উদ্যোগে ও ব্যবস্থাপনাতে এ রাজ্যেও রয়েছে একাধিক অনুষ্ঠান।

আজকের এই দিনটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে গান্ধীজির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আজ গান্ধী জয়ন্তী পালিত হচ্ছে। অহিংসার পাঠ ছিল গান্ধীজির শিক্ষা। সত্য ও ঐক্য ধারাবাহিকভাবে উজ্জীবিত করে সকলকে। আসুন আমরা সকলেই অঙ্গীকার করি সমাজ গঠনে ও দেশমাতৃকার প্রতি যেন তাঁর দৃষ্টিভঙ্গি প্রতিভাত হয়।

এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি আরও জানান, “অহিংসা এবং সহিষ্ণুতার পথ যেন ধারাবাহিকভাবে অনুসরণ করতে পারি সকলে আমরা।”