জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছেন আগেও। তবে এবারের নামাটা ভিন্ন অনুভূতির। টি-টোয়েন্টি বিশ্বকাপ অবধি মেয়াদ ছিল রাহুল দ্রাবিড়ের। ভারতীয় দলের পরবর্তী হেড কোচ নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। অবশেষে প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীরের নাম ঘোষণা হয়। পরবর্তী অপেক্ষা শুরু হয় শ্রীলঙ্কা সফরের টিম ঘোষণার। এ বার অপেক্ষা সিরিজ শুরুর। তার প্রস্তুতিও শুরু করে দিল টিম ইন্ডিয়া।
টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে চ্যাম্পিয়ন করার পরেই টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা। শ্রীলঙ্কা সফরে ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্বের দায়িত্বে সূর্যকুমার যাদব। সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে শুভমান গিলকে।
জিম্বাবোয়ের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে গিলের নেতৃত্বেই ৪-১ ব্যবধানে সিরিজ ছিনিয়ে নেয় ভারত। অপরদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে রোহিতের সঙ্গে অবসর নিয়েছেন বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। তাই শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাঁদের থাকার কথা নয়।
তবে বিশ্বকাপ দল থেকে এবারের সিরিজে বাদ পড়েছেন দুই স্পিনার কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহাল। অন্যদিকে বিশ্বকাপের সেরা খেলোয়াড় জাসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁদের বদলে সুযোগ পেয়েছেন বিশ্বকাপে স্ট্যান্ডবাইয়ে থাকা খেলোয়াড়রা।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলও ঘোষণা হয়েছে ইতিমধ্যেই। এই সিরিজে বিশ্রাম দেওয়ার কথা ছিল রোহিত ও কোহলিকে। তবে দুজনের কাউকেই বিশ্রাম দেওয়া হয়নি।
১৫ সদস্যের এই দলে ফিরেছেন লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ার। ৩ ম্যাচের টি-টোয়েন্টি থেকে বাদ পড়া কুলদীপ আছেন ওয়ানডে দলে। আর প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করা পেসার হরষিত রানা।
আগামী ২৭ জুলাই পাল্লেকেলেতে প্রথম টি-টোয়েন্টি দিয়ে সিরিজ শুরু করবে ভারত। বাকি দুই ম্যাচ ২৮ ও ৩০ জুলাই। আর ওয়ানডে সিরিজ দিয়ে শেষ হবে সফর।
প্রথম ওয়ানডে কলম্বোয় ২ আগষ্ট। বাকি দুটি ৪ ও ৭ আগস্ট। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়েই ভারতে গম্ভীর-সূর্যর অধ্যায় শুরু হচ্ছে। শ্রীলঙ্কায় পৌঁছে অনুশীলনও শুরু করে দিয়েছে ভারতীয় দল।