দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পর এবার করোনা আক্রান্ত হলেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। নিজেই টুইট করে সেকথা জানিয়েছেন জল শক্তি মন্ত্রী। এই নিয়ে মোট ৬ জন কেন্দ্রীয় মন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হলেন। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এই কেন্দ্রীয় মন্ত্রী প্রধানমন্ত্রীর কাছাকাছি এসেছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি টুইট করে আর্জি জানিয়েছেন যে, যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁরাও যেন করোনা পরীক্ষা করান। কিছু উপসর্গ দেখার পর আমি করোনা পরীক্ষা করিয়েছিলাম। আমার পজেটিভ রিপোর্ট এসেছে। আমি চিকিৎসকদের পরামর্শ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছি।
উল্লেখ্য, অমিত শাহের মতো তাঁকেও গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগস্ট মাসেই করোনা রিপোর্ট পজেটিভ এসেছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। করোনা আক্রান্ত হয়েছেন আয়ুশ মন্ত্রী শ্রীপদ নায়ক, কেন্দ্রীয় মন্ত্রী কৈলাস চৌধুরি, অর্জুন রাম মেঘওয়াল, ধর্মেন্দ্র প্রধান এবং স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল। এখন দেখার এই কেন্দ্রীয় মন্ত্রীর পরের নামটি কে? তাহলে সংক্রমণের রুটটি বোঝা যাবে বলে মনে করছেন চিকিৎসকরা।